আর্কাইভ থেকে বাংলাদেশ

পরিবেশ দূষণে সৌন্দর্য হারাচ্ছে তাজমহল

পরিবেশ দূষণে সৌন্দর্য হারাচ্ছে তাজমহল

ভারতে পরিবেশ দূষণে জৌলুস হারাচ্ছে সম্রাট শাহজাহানের প্রেমের নিদর্শন তাজমহল। সাদা ধবধবে তাজমহলের গায়ে ছোপ ছোপ দাগ দেখা দিচ্ছে। মূলত পরিবেশ দূষণের কারণেই এমন হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় পরিবেশবিদরা। যমুনা নদী আর পরিবেশ দূষণের প্রভাবে তাজমহলের সৌন্দর্য এখন হুমকির মুখে। এভাবে চলতে থাকলে তাজমহল স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলছে বিশেষজ্ঞরা।

প্রেম আর সপ্তাশ্চর্যের স্বীকৃতি পাওয়া এক অনন্য নিদশর্ন তাজমহল। সম্রাট শাহজাহান স্ত্রীর প্রতি নিজের ভালোবাসা জানান দিতে এটি নির্মাণ করেছিলেন। আজ সারা বিশ্বেই তা ভালোবাসার স্বীকৃত এক প্রতীক।

প্রতিবছর পুরো বিশ্ব থেকে অমর প্রেমের এই নিদর্শনের সৌন্দর্য দেখতে যায় কয়েক লাখ দর্শনার্থী। ভারতের সবচেয়ে দর্শনীয় স্থাপনাটি দেখতে গড়ে প্রতিদিন আগ্রায় যায় ২০ থেকে ২৫ হাজার মানুষ।

তবে পরিবেশ আর যমুনা নদীর অতিমাত্রার দূষণে সৌন্দর্য হারাচ্ছে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়া এই স্থাপনা। পরিবেশবিদদের অভিযোগ, দিল্লির কলকারখানার রাসায়নিকসহ বিভিন্ন বর্জ্য যমুনা নদীতে ফেলায় অস্বাভাবিক দূষণ ঘটছে।

যমুনা নদীর অন্তত ৮০ শতাংশ দূষণের জন্য দায়ী রাজধানী দিল্লি। আগ্রার কাছে নদীর স্রোত কমে যাওয়ায় দূষণ ঘনীভূত হয়ে তাজমহলকে ক্ষতিগ্রস্ত করছে। তবে আগ্রার মেয়র বলছেন, দূষণ থাকলেও বৃষ্টির কারণে ময়লা আবর্জনা ভেসে যাওয়ায় ক্ষতির সম্ভাবনা কম। বর্ষা মৌসুমে প্রচুর বৃষ্টি দূষিত পদার্থগুলোকে ভাসিয়ে নিয়ে যায়। তাই নদীর পানি এখন অনেক পরিস্কার। নদীর খুব কাছে হওয়ায় তাজমহলে দূষণের মাত্রাও বেশি। তবে পানি বাড়লে তা কমে যাবে।

যমুনার দূষণ ছাড়াও পরিবেশে বাড়তে থাকা কালো কার্বনের কারণেও ঝুঁকিতে স্থাপনাটি। এসব দূষণের প্রভাবে নতুন এই সপ্তাশ্চর্য স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

পরিবেশবাদীরা বলছে, পাশেই বয়ে যাওয়া যমুনা নদীতে ক্রমাগত আবর্জনার স্তূপ জমার কারণেই তাজমহলের গায়ে ছোপ ছোপ দাগ দেখা দিচ্ছে। এছাড়াও ছোট ছোট এক ধরনের পোকা লেপ্টে যাচ্ছে স্থাপনাটির দেয়ালে। এতে সাদা সাদা পাথরে কালো দাগ লেগে যাচ্ছে।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন পরিবেশ | দূষণে | সৌন্দর্য | হারাচ্ছে | তাজমহল