বাংলাদেশ

বজ্রপাতে প্রাণ গেল ৪ জনের

বায়ান্ন প্রতিবেদন

বজ্রপাত ছবি: প্রতীকী

সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলায় বজ্রপাতে একদিনে ৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। 

শনিবার (২১ সেপ্টেম্বর) জেলার জৈন্তাপুর উপজেলায় ২ জন ও কানাইঘাট উপজেলায় ২ জন মারা যান।   

নিহতরা হলেন, জৈন্তাপুর ইউনিয়নের আগফৌদ গ্রামের নূরুল হকের ছেলে নাহিদ আহমদ (১৩), একই ইউনিয়নের ভিত্রিখেল ববরবন্দ গ্রামের কালা মিয়ার ছেলে আব্দুল মান্নান মনই (৪৫), কানাইঘাট উপজেলার কেউটিহাওর এলাকার জমশেদ আলীর ছেলে মাসুক উদ্দিন ওরফে কালা মিয়া (৪০) ও কানাইঘাট পৌরসভার উত্তর দলইরমাঠি (খেলুরবন) গ্রামের তোতা মিয়ার ছেলে নুর উদ্দিন (৬০)।

জানা যায়, আব্দুল মান্নান মাঠে কৃষি কাজ করছিলেন। এদিন দুপুর সাড়ে ১২টার দিকে বজ্রপাতে মাঠেই মারা যান তিনি। আর নাহিদ বন্ধুর বাড়ি যাওয়ার জন্য বাড়ির বাইরে গিয়েছিলেন। নদীর পাড়ে থাকাকালীন বজ্রপাত তার ওপরে পড়লে তিনিও ঘটনাস্থলে মারা যান। এদিকে নুর উদ্দিন বাড়ির পাশের নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা যান। এ সময় তার সঙ্গে আরও ৩০-৪০ জন সেখানে গিয়েছিলেন। বজ্রপাতে সেখানে থাকা আরও ৪ জন আহত হয়েছেন। আর কালা মিয়া বাড়ির বাইরে ছিলেন। বাড়ি যাওয়ার পথে তিনি বজ্রপাতে মারা যান। 

বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম গণমাধ্যমে বলেন, নিহতদের মরদেহ সুরতহাল করে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ও বজ্রপাতে মারা যাওয়ার খবর পুরোপুরি নিশ্চিত হয়ে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।   

এ বিষয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, বজ্রপাতে দুজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। তবে বিস্তারিত তথ্য এখনো পাইনি।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন বজ্রপাত | মৃত্যু