আর্কাইভ থেকে ক্রিকেট

মাদ্রিদ-লিভারপুল ম্যাচে কে থাকবে এগিয়ে!

মাদ্রিদ-লিভারপুল ম্যাচে কে থাকবে এগিয়ে!
গেল বছরের দুই ফাইনালিস্ট রিয়াল মাদ্রিদ ও লিভারপুল উয়েফা চ্যাম্পিয়নস লিগের রাউন্ড অফ সিক্সটিনে মুখোমুখি হতে যাচ্ছে। বিশ্বকাপের পর থকে ফর্ম একদম ভালো যাচ্ছে না লিভারপুলের। সাত ম্যাচে খেলে জয় পেয়েছিল মাত্র একটি। তবে সবশেষ এভারটন ও নিউক্যাসেলের বিপক্ষে সে সংকট কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে অলরেডরা। আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রেডদের ঘরের মাঠ অ্যানফিল্ডে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে লিভারপুল। ম্যাচটি ইয়ুর্গেন ক্লপের জন্য প্রতিশোধের মিশনও বলা যায়। গত আসরের ফাইনালে লিভারপুলকে হারিয়েই ১৪ নম্বর চ্যাম্পিয়নস লিগ ঘরে তুলেছে রিয়াল। তবে এমন হাইভোল্টেজ ম্যাচে দুই নির্ভরযোগ্য মিডফিল্ডার টনি ক্রুস ও আরেলিও চুয়েমেনিকে পাচ্ছে না কার্লো আনচেলত্তি। অবশ্য দলের নির্ভরযোগ্য ফরোয়ার্ড করিম বেনজেমাকে পাচ্ছে বলে কিছুটা স্বস্তিতে থাকবে লস ব্লাঙ্কোসরা। আজ রিয়ালের মূল ভরসা দারুণ ছন্দে থাকা ভিনিসিয়ুস জুনিয়র। গত ফাইনালে এই ব্রাজিলিয়ানের গোলেই লিভারপুলের বিপক্ষে জিতেছিল রিয়াল। আর মাঝমাঠে ক্রুস ও চুয়েমেনির অভাব ঢেকে দিতে পারেন উরুগুইয়ান মিডফিল্ডার ফেদে ভালভার্দে। আপরদিকে লিভারপুলের আক্রমণভাগে মোহামেদ সালাহর সঙ্গে ডারউইন নুনিয়েজ ও কোডি গ্যাকপোর রসায়নটা জমে উঠেছে বেশ। এছাড়াও ফাবিনহো, এন্ডি রবার্টসন, আলেকজান্ডার-আর্নল্ড ফিরেছেন ছন্দে। ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠেছেন ডিফেন্ডার ফন ডাইক, দিয়াগো জোতা ও ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবার্তো ফিরমিনো। যদিও থিয়াগো আলকান্তারা, ইব্রাহিম কোনাতে ও লুইস দিয়াজকে পাচ্ছেন না ইয়ুর্গেন ক্লপ। নিজেদের মাঠে খেলা বলেও কিছুটা আত্মবিশ্বাস পাচ্ছেন মাস্টার ক্লপ, 'বিশ্বের অন্যতম সেরা একটি দলের মুখোমুখি হতে যাচ্ছি। অবশ্যই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। তবে ম্যাচটি যেহেতু অ্যানফিল্ডে হবে। তাই আমরা মুখিয়ে আছি মাঠে নামতে।'

এ সম্পর্কিত আরও পড়ুন মাদ্রিদলিভারপুল | ম্যাচে | কে | থাকবে | এগিয়ে