ফেনীতে স্বর্ণের বার ডাকাতির ঘটনায় ঘটনা গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল ইসলামকে ৪ দিন এবং বাকী ৫ কর্মকর্তাকে ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
আজ বিকেলে ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ খানের আদালতে তোলা হলে তাদের এ রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ড শুনানি শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে বিকেলে ৩টায় ফেনী মডেল থানা থেকে তাদের আদালতে হাজির করা হয়। গেলো রাতে ফেনী গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর সাইফুল ইসলাম, এসআই মোতোহের হোসেন, মিজানুর রহমান, নুরুল হক, এএসআই অভিজিৎ বড়ুয়া ও মাসুদ রানাকে ১৫টি সোনার বারসহ গ্রেফতার করা হয়।
গত ৮ আগস্ট পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী চট্টগ্রাম থেকে স্বর্ণের বার নিয়ে ঢাকায় আসার পথে ফেনীর ফতেহপুরে ওসি সাইফুল ইসলামসহ অভিযুক্তরা তার গতিরোধ করে স্বর্ণের বার গুলো ছিনিয়ে নেয়।