আর্কাইভ থেকে জাতীয়

রাজশাহীতে আবারো শুরু হয়েছে গণটিকাদান কর্মসূচি

রাজশাহীতে আবারো শুরু হয়েছে গণটিকাদান কর্মসূচি

টানা ৬দিন বিরতির পর রাজশাহী নগরীর ওয়ার্ড পর্যায়ে আবারো গণটিকাদান কর্মসূচি শুরু হয়েছে।

আজ শনিবার সকাল থেকে নগরীর ৩০ ওয়ার্ডে এ টিকাদান কর্মসূচি চলছে।

এ টিকাদান কর্মসূচি চলবে আগামী ১৬ আগস্ট পর্যন্ত। 

সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রতিটি কেন্দ্রে নিবন্ধনধারী ৩০০জনকে মর্ডানার ১ম ডোজ টিকা প্রদান করা হচ্ছে। প্রতিটি কেন্দ্রে দুইজন টিকাদানকারী স্বাস্থ্যকর্মী ও ৩ জন স্বেচ্ছাসেবী নিয়োজিত রয়েছেন।

এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (স্থানঃ টিচার্স ট্রেনিং কলেজ) কেন্দ্র, পুলিশ হাসপাতাল ও আইডি হাসপাতাল কেন্দ্রে এসএমএস প্রাপ্তদের ২য় ডোজের টিকা দেয়া হচ্ছে। গণটিকাদান কর্মসূচি শুরু হওয়ায় কেন্দ্রে কেন্দ্রে টিকা নিতে আসা লোকজনের ভীড় লক্ষ্য করা যাচ্ছে।

এরআগে টিকা শেষ হয়ে যাওয়ার কারণে গত ৯আগস্ট থেকে নগরীর ওয়ার্ড পর্যায়ে গণটিকাদান কর্মসূচি স্থগিত করা হয়েছিল।

নগরবাসীর চাহিদা বিবেচনায় রাসিক মেয়র বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরে জানালে নতুন করে আবারো ৬০ হাজার ৪৮০ ডোজ মর্ডানার ১ম ডোজ টিকা বরাদ্দ দেয়া হয়।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন রাজশাহীতে | আবারো | শুরু | হয়েছে | গণটিকাদান | কর্মসূচি