আর্কাইভ থেকে বাংলাদেশ

চাল মজুদদারদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেয়া হবে; খাদ্যমন্ত্রী

চাল মজুদদারদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেয়া হবে; খাদ্যমন্ত্রী

চাল মজুদদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সোমবার( ১৬ আগস্ট) সচিবালয়ে তিনি জানান, চালের দাম নিয়ন্ত্রণে আনতে বেসরকারিভাবে চাল আমদানির অনুমতি দেয়া হচ্ছে। এই অনুমতি দিলে আগামী মাসের মধ্যে দাম নিয়ন্ত্রণে আসবে।

মন্ত্রী বলেন, আগামী ২৫ আগস্ট পর্যন্ত চাল আমদানীর অনুমতির আবেদন পত্র গ্রহণ করা হবে। আবেদন যাচাই বাছাই করে আমদানীকারী প্রতিষ্ঠানগুলোকে অনুমতি দেয়া।

মন্ত্রী আরো জানান, দাম নিয়ন্ত্রণে ইতোমধ্যে বেসরকারি পর্যায়ে চাল আমদানির অনুমতি দেয়া হয়েছে। কমানো হয়েছে আমদানি শুল্ক।

সম্প্রতি খুচরা বাজারে মোটা চাল বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি। আর সরু চাল মানভেদে ৬৫ টাকা কেজিরও বেশি দামে বিক্রি হচ্ছে। এই দাম গত বছরের এই সময়ের চেয়ে ১২ শতাংশ বেশি।

চালের এমন দাম বাড়ার জন্য মজুদদার ও অতি মুনাফালোভী ব্যবসায়ীদের দায়ী করে খাদ্যমন্ত্রী বলেন, স্থানীয় পর্যায়ে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তদারকির নির্দেশ দেয়া হয়েছে।

দুই-তিন সপ্তাহের মধ্যে আমদানিকৃত চাল দেশে পৌঁছালে, বাজারে দাম কমবে।

এ সম্পর্কিত আরও পড়ুন চাল | মজুদদারদের | বিরুদ্ধে | কঠোর | ব্যাবস্থা | নেয়া | হবে | খাদ্যমন্ত্রী