আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যজুড়ে ভয়াবহ সংঘাতের আশঙ্কা

লেবাননে ভয়াবহ বিমান হামলা চালালো ইসরাইল

বায়ান্ন প্রতিবেদন

ইসরাইলি নিরাপত্তা বাহিনী (আইডিএফ) বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ লেবাননে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। হামলায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রায় ১০০টি রকেট লঞ্জার ও একটি অস্ত্রাগার ধ্বংস হয়েছে বলে দাবি করেছে আইডিএফ।      

শুক্রবার (২০ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা  যায় 

লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরাইলের যুদ্ধবিমান জেজিন শহরের মাহমুদিহ, কাসর আল-আরুশ ও বিরকেট জাব্বুর এলাকায় নির্দিষ্ট লক্ষ্যবস্তু কেন্দ্র করে এই হামলা হামলা চালিয়েছে।  

লেবাননের নিরাপত্তা বাহিনীর সূত্র অনুযায়ী, গেল বছর অক্টোবরের পর বৃহস্পতিবারই সবচেয়ে বেশি বিমান হামলা হয়েছে

ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, হিজবুল্লাহকে ‘চড়া মূল্য দিতে হবে’।  পাশাপাশি তাদের সামরিক কার্যক্রমের ফলাফল অব্যাহত থাকবে

সম্প্রতি, লেবানন ও সিরিয়ায় হিজবুল্লাহর যোগাযোগ যন্ত্র পেজার বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  এতে প্রায় ৩৭ জন নিহত ও প্রায় তিন হাজার মানুষ আহত হয়েছেন।  লেবাননের সরকার ও হিজবুল্লাহ দাবি করেছে, ইসরাইলই পরিকল্পিতভাবে এসব বিস্ফোরণ ঘটিয়েছে। তবে ইসরাইল এ বিষয়ে কোনও মন্তব্য করেনি

বিস্ফোরণের ঘটনার পর হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ বলেছেন, এসব বিস্ফোরণ ইসরাইলের ‘সব ধরনের সীমা’ লঙ্ঘন করেছে। তিনি সতর্ক করে বলেন, গাজা যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন ইসরাইল | বিমান হামলা