খেলাধুলা

ভারতে হাসানের পাঁচ উইকেটে নতুন কীর্তি

স্পোর্টস ডেস্ক

ছবি: এএফপি

ভারতের বিপক্ষে পাঁচ উইকেট নিলেন হাসান মাহমুদ। যা প্রথমবারের মতো টেস্টে ভারতের মাটিতে কোনো বাংলাদেশি বোলারের ৫ উইকেট। বাংলাদেশের বোলারদের ইতিহাসে এটা নতুন সংযোজন।

চেন্নাই টেস্টের প্রথম দিনে ভারতের প্রথম ৪ উইকেট নিয়েছেন হাসান। মধ্যাহ্ন বিরতির আগেই একে একে ফিরিয়ে দিয়েছেন রোহিত শর্মা, শুবমান গিল ও ভিরাট কোহলিকে। বিরতির পর দাপুটে ব্যাট করা রিশাব পান্টকেও আউট করেছেন এই পেসার। প্রতিটি উইকেটের ছিল আলাদা আলাদা ধরন। লাইন-লেন্থ ধরে রেখে যে ডেলিভারিগুলো করেছেন হাসান, তারই ফলাফল পেয়েছেন মূলত।

আজ দ্বিতীয় দিনের শেষ উইকেট নিয়েছেন হাসান। জাসপ্রীত বুমরাহক স্লিপে ক্যাচ বানিয়ে নিজের পঞ্চম উইকেট পূরণ করেন তিনি। সবমিলিয়ে দিয়েছেন ৮৩ রান, বল করেছেন ২২.২ ওভার।

এছাড়াও বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ ৩ টি, নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজ নিয়েছেন ১ টি করে উইকেট।

এর আগে সবশেষ পাকিস্তান সিরিজেও পাঁচ উইকেট নেয়ার কীর্তি গড়েন হাসান মাহমুদ।

এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন হাসান মাহমুদ | বাংলাদেশ | ভারত | পাঁচ উইকেট