দেশজুড়ে

বিজিবির বাধায় কাঁটাতারের বেড়া দিতে পারেনি বিএসএফ

ছবি: সংগৃহীত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরন্জী ইউনিয়নের উচনা ঘোনাপাড়া ২৮১নং পিলার এলাকায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) কাঁটাতারের বেড়া দেয়ার প্রস্তুতি নিলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা বাধা দিয়েছে। পরে বিএসএফ বেড়া নির্মানের কাজ বন্ধ রাখে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাটখোলা ক্যাম্পের আওতাধীন ঘোনা পাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে জানিয়েছেন হাটখোলা বিওপি কমান্ডার সাইদুল বারী

বিজিবি জানায়, ২৮১ নং পিলারের সাব পিলার নং ৩৭ ও ৩৮ ভারতীয় অভ্যন্তরে ৫০ গজ ভেতরে কাঁটাতারের বেড়া নির্মানের প্রস্তুতি নেয়  বিএসএফ। এ সময় হাটখোলা বিওপির ক্যাম্প কমান্ডার  বাধা প্রদান করেন। এরপর থেকে ওই এলাকায় বিজিবির উপস্থিতি জোরদার করা হয়েছে।

কমান্ডার সাইদুল বারী জানান, ওই এলাকায় জঙ্গল পরিষ্কার করে কাউকে কিছু না জানিয়ে তাঁরকাটার বেড়া দেয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা বাঁধা দিয়ে কাজ বন্ধ করে দেয়া হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

আই/এ 

এ সম্পর্কিত আরও পড়ুন বিজিবি