আর্কাইভ থেকে ইউরোপ

অণুপ্রবেশ বন্ধে আফগান সীমান্তে দেয়াল তুলছে তুরস্ক

অণুপ্রবেশ বন্ধে আফগান সীমান্তে দেয়াল তুলছে তুরস্ক

আফগানিস্তানে তালেবানরা রাজধানী কাবুল দখলের পর দেশত্যাগের চেষ্টা করছে হাজার হাজার আফগান। দেশটি থেকে নতুন করে শরণার্থীদের সম্ভাব্য স্রোত ঠেকাতে ইরান সীমান্তে দেয়াল তুলছে তুরস্ক।

ফরাসি সংবাদ সংস্থা এএফপির উদ্বৃতি দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, পাঁচ কিলোমিটার লম্বা একটি দেয়াল নির্মাণের কাজ শুরু হয়ে গেছে। তবে ইরান সীমান্তজুড়ে ২৯৫ কিলোমিটার দেয়াল নির্মাণের পরিকল্পনা রয়েছে তুর্কি সরকারের। প্রকল্পটির আওতায় খাদ, কাঁটাতারসহ দীর্ঘ দেয়াল নির্মাণ করা হবে।

তুর্কি সংবাদমাধ্যম হুররিয়াত ডেইলিকে দেশটির প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার বলেন, আমাদের কার্যক্রম আরও বাড়াব। আমরা বোঝাতে চাই, আমাদের সীমান্ত দুর্ভেদ্য।

তুর্কি প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, সীমান্ত দেয়ালের বড় অংশের কাজ শেষ হয়ে গেছে। প্রায় দেড় শ’ কিলোমিটার খাদ খনন করা হয়েছে। বাড়তি লোকবল নিযুক্ত করা হয়েছে সীমান্ত এবং ঘাঁটি এলাকায়।

নিজেদের ফেসবুক পেজে তুরস্কের নির্মাণাধীন সীমান্ত দেয়ালের ভিডিও প্রকাশ করেছে ফরাসি সংবাদ সংস্থা এএফপি।

এদিকে, আফগান জনগণকে ত্যাগ না করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এক টুইট বার্তায় তিনি জানান, দেশগুলো যেন আফগান শরণার্থী নিতে ইচ্ছুক থাকে এবং কোনো আফগানকে ফেরত পাঠানো থেকে বিরত থাকে।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন অণুপ্রবেশ | বন্ধে | আফগান | সীমান্তে | দেয়াল | তুলছে | তুরস্ক