আর্কাইভ থেকে জাতীয়

বিএনপি’র নেতাকর্মীদের উপর বিনা কারণে চড়াও হয়নি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি’র নেতাকর্মীদের উপর বিনা কারণে চড়াও হয়নি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

চন্দ্রিমা উদ্যানে বিএনপি’র নেতাকর্মীরা উশৃঙ্খলভাবে উপস্থিত হয়ে  পুলিশের ওপর হামলা করেছে। পুলিশ বাধ্য হয়ে টিয়ার সেল ছুড়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদের সভাকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে মাদক ও নিরাপত্তা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

এসময় আফগান ইস্যু টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আফগান থেকে বাংলাদেশের দুরত্ব ১ হাজার মাইল মাঝে দুটি দেশ। বাংলাদেশে অস্থিতিশীল করা সম্ভব নয়। বাংলাদেশ থেকে অনেকে আফগানিস্থানে যাবার এর মধ্যে কোন সুযোগ নেই। যারা বলছেন তারা না জেনে বলছেন।

বাংলাদেশ পাকিস্তানি ও মিয়ানমারের শরণার্থী নিয়ে উদ্বিগ্ন। নতুন করে কোন শরনার্থী নেবার সুযোগ নেই জানিয়ে মন্ত্রী বলেন, বছরে একবার সকল সরকারী কর্মচারীরা ডোপ টেস্টের আওতায় আসবে। পজিটিভ প্রমানিত হলে ব্যবস্থা নেয়া হবে। কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষক ও শিক্ষার্থীরাও ডোপ টেস্টের আওতায় আসবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী

এমএম/

এ সম্পর্কিত আরও পড়ুন বিএনপির | নেতাকর্মীদের | উপর | বিনা | কারণে | চড়াও | হয়নি | পুলিশ | স্বরাষ্ট্রমন্ত্রী