পদ্মা নদীর পানি বেড়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চরাঞ্চলে প্রবেশ করে রামকৃষ্ণপুর ইউনিয়নের ১৭ গ্রাম প্লাবিত হয়েছে। এসব গ্রামের মানুষ পানিবন্দী জীবন যাপন করছে।
অন্যদিকে, সিরাজগঞ্জে যমুনার পানি আরো বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ২৩ সেন্টিমিটার বেড়ে সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ পয়েন্টে, যমুনার পানি বিপদসীমার ৭৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া টাঙ্গাইলে যমুনা নদীর পানি ২৩ সেন্টিমিটার আর ধলেশ্বরী নদীর পানি ২৬ সেন্টিমিটার বেড়েছে।
অন্যদিকে কুমারখালি নদীর পানি বেড়েছে। সেখানে বিপদসীমার ৬ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। পানিবন্দী হয়ে আছে, জেলার চর ও নিম্নাঞ্চলের প্রায় ২৫ হাজার মানুষ।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় রাজবাড়ী, ফরিদপুর, কক্সবাজার এবং দক্ষিণ উপকূলীয় এলাকার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।