অপরাধ

বাসায় লুটপাটের পর শিশুকে নিয়ে গেছে ডাকাতেরা

রাজধানীর আজিমপুরে একটি বাসায় ডাকাতি হয়েছে। ডাকাতেরা বাসা থেকে টাকা ও স্বর্ণালংকার নেওয়ার পাশাপাশি একটি শিশুকে তুলে নিয়ে গেছে। পুলিশ ওই শিশুকে উদ্ধারে কাজ করছে।

শুক্রবার (১৫ নভেম্বর) সকালে রাজধানীর আজিমপুরে এঘটনা ঘটে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ডিএমপি লালবাগ বিভাগের  উপ পুলিশ কমিশনার (ডিসি) জসীম উদ্দীন

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, শিশুর মা ফারজানা আক্তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে সাঁট মুদ্রাক্ষরিক পদে চাকরি করেন। স্বামি সন্তানসহ আজিমপুরের লালবাগ টাওয়ারের পাশের একটি বাসায় ভাড়া থাকেন।  সকাল সাড়ে ৯টার দিকে ওই বাসার সাবলেট থাকা নারীর সঙ্গে বিবাদে জড়ান ফারজানা। এরপর ওই নারী বহিরাগত কয়েকজনকে নিয়ে এসে ফারজানাকে চড়-থাপ্পড় দেন। পরে তারা বাসার মালামাল নিয়ে যান। মালামালের সঙ্গে দুর্বৃত্তরা ফারজানার শিশু সন্তানকেও নিয়ে যান।

লালবাগ জোনের ডিসি জানান, সিসিটিভির ফুটেজে ওই বাসায় ৩ জনকে আসতে দেখা গেছে। তবে শিশুকে নিয়ে গেছে কিনা, তা দেখা যায়নি। ঘটনাটি জানাজানি হওয়ায় পুলিশের একাধিক দল ওই ডাকাতদের ধরতে কাজ করছেন। এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি।

লালবাগ থানার ওসি ক্যশৈনু জানান, এক নারী বৃহস্পতিবার সাবলেট হিসেবে ওই বাসায় ওঠেন। পরিচিত হিসেবে কোনো ডকুমেন্টস না রেখেই মেয়েটিকে ওঠানো হয়। সেই মেয়েটি পুলিশের প্রধান সন্দেহভাজনকিন্তু তার নাম-ঠিকানা বা কোথায় কাজ করত কিছুই বলতে পারছেন না গৃহকর্ত্রী।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন আজিমপুর