যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটলের কাছে বোমা হামলার হুমকি দেওয়ার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার গাড়িতে করে এসে এই হামলার হুমকি দেন ওই ব্যক্তি। হুমকি পেয়ে দ্রুত জোরালো পদক্ষেপ নেয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ঘটনাস্থল থেকে মানুষদের সরিয়ে দেওয়া হয়।
মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএন ও ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, টুইট করে ক্যাপিটল পুলিশ জানায়, ওই ব্যক্তির নাম ফ্লয়েড রয় রোজবেরি। তার বয়স ৪৯ বছর।
ক্যাপিটল পুলিশের প্রধান টম ম্যানেজার জানিয়েছে, স্থানীয় সময় সকাল সোয়া নয়টায় একটি কালো রঙের পিকআপ গাড়ি রাজধানী ওয়াশিংটন ডিসির গুরুত্বপূর্ণ এলাকা লাইব্রেরি অব কংগ্রেসের সামনে ফুটপাতে উঠিয়ে দেন চালক রোজবেরি। পরে ঘটনাস্থলে থাকা এক পুলিশ কর্মকর্তাকে বিস্ফোরক দ্রব্যের মতো একটি বস্তু দেখিয়ে বলেন, তার কাছ বোমা আছে। এরপর দ্রুতই জোরালো পদক্ষেপ নেয় নিরাপত্তা বাহিনী।
নিরাপত্তা বাহিনীর তৎপরতার কারণে আত্মসমর্পণ করতে বাধ্য হন ওই ব্যক্তি। তাকে নিরাপত্তা বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে।
বোমা হামলার হুমকি পাওয়ার পরপরই ওই এলাকার আশপাশের কয়েকটি ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। তবে বস্তুটি আসলে বিস্ফোরক দ্রব্য কিনা তা জানায়নি মার্কিন পুলিশ। এ ঘটনার উদ্দেশ্যও সুনির্দিষ্ট করে জানা যায়নি।
এসএন