ভারত–বাংলাদেশ সীমান্তে টহলরত অবস্থায় গুলিবিদ্ধ হয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্য। এই ঘটনার পর সীমান্তজুড়ে উত্তেজনা বিরাজ করছে।
সোমবার (২২ ডিসেম্বর) ভারতের ত্রিপুরা রাজ্যের ধর্মনগর মহকুমার মহেষপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটেছে।
আহত বিএসএফ সদস্যের নাম বিপিন কুমার (৩৫)। তিনি ৯৭ নম্বর ব্যাটালিয়নে কর্মরত। তবে কী পরিস্থিতিতে তিনি গুলিবিদ্ধ হয়েছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় সূত্র জানায়, গুলিবিদ্ধ হওয়ার পর সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ধর্মনগর মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য আগরতলার গোবিন্দ বল্লভ পন্ত (জিবি) হাসপাতালে পাঠানো হয়।
ধর্মনগর মহকুমা হাসপাতালের মেডিকেল অফিসার প্রসূন ভট্টাচার্য জানান, বিপিন কুমারের শরীরে আগ্নেয়াস্ত্রের দুটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার অবস্থা আশঙ্কাজনক হলেও প্রাথমিক চিকিৎসার পর কিছুটা স্থিতিশীল রয়েছে। বর্তমানে তিনি জিবি হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় বিএসএফের স্থানীয় বা কেন্দ্রীয় সদর দপ্তর থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো দেওয়া হয়নি।
ঘটনার পরপরই সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। অতিরিক্ত বিএসএফ সদস্য মোতায়েন করা হয়েছে এবং কীভাবে এই ঘটনা ঘটল, তা জানতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।
এমএ//