আর্কাইভ থেকে বাংলাদেশ

রাশিয়ার নির্বাচন পর্যবেক্ষণে যাচ্ছেন সিইসি নুরুল হুদা

রাশিয়ার নির্বাচন পর্যবেক্ষণে যাচ্ছেন সিইসি নুরুল হুদা

রাশিয়ার আইনসভা নির্বাচন পর্যবেক্ষণে, মস্কো যাচ্ছেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।
দেশটির সংসদের নিম্নকক্ষ ‘স্টেট দুমা’র নির্বাচন আগামী ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

সিইসির এই সরকারি সফর বিষয়ে বৃহস্পতিবার বাংলাদেশের নির্বাচন কমিশন সচিবালয়ের আর্থিক ব্যয় অনুমোদনের দায়িত্বপ্রাপ্ত প্রধান হিসাবরক্ষকের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, সিইসি ১৬ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়ায় অবস্থান করবেন। সরকারি এ সফরে সিইসির সফরসঙ্গী হিসেবে তার পিএস এ কে এম মাজহারুল হকও যাচ্ছেন। রাশিয়ার নির্বাচন কমিশনের আমন্ত্রণে এই সফরে তারা সেখানে পাঁচ দিন অবস্থান করবেন।

চিঠিতে আরও বলা হয়েছে, সফরে সিইসির সঙ্গে পিএস মো. একেএম মাজহারুল ইসলাম থাকবেন। এটি একটি অফিসিয়াল সফর। এ সময় তারা সব ভাতা পাবেন দেশীয় মুদ্রায়। থাকা-খাওয়া এবং স্থানীয় যাতায়াত ব্যয়ভার বহন করবে রাশিয়ার নির্বাচন কমিশন। তবে বিমান ভাড়া বহন করবে বাংলাদেশ নির্বাচন কমিশন।

সর্বশেষ স্টেট দুমার নির্বাচন হয়েছিল ২০১৬ সালে। স্টেট দুমার মাধ্যমেই রাশিয়ার জনগণ তাদের ইচ্ছার প্রতিফলন ঘটান। এখান থেকেই নির্বাচিত হন প্রধানমন্ত্রী। তাদের ভোটেই ক্ষমতাচ্যুত হন রাশিয়ার রাষ্ট্রপতি। সংসদের এ কক্ষেই দেশটির আইন প্রণয়ন হয়।

বাংলাদেশ নির্বাচন কমিশন বিভিন্ন দেশের নির্বাচন যেমন পর্যবেক্ষণ করে থাকে। তেমনি বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণেও বিদেশিদের আমন্ত্রণ জানানো হয়। তবে বাংলাদেশ সার্কের বাইরে কোনো দেশের নির্বাচন কমিশনকে কখনও আমন্ত্রণ জানায়নি।

এ বিষয়ে নির্বাচন কমিশনের যুগ্মসচিব এসএম আসাদুজ্জামান বলেন, এটি অনেকটা সৌজন্যের মতো। আমরা সার্কভুক্ত দেশের নির্বাচন কমিশনকে আমন্ত্রণ জানিয়ে থাকি। আবার অন্যরাও আমাদের আমন্ত্রণ জানান।

এতে নির্বাচনে ভোটার এডুকেশন, কালচার ইত্যাদি সম্পর্কে জানা যায়। অনেক সময় এগুলোর বাস্তবায়নও করা হয়।

ইসি কর্মকর্তারা বলছেন, ভোট পর্যবেক্ষণের মাধ্যমে নতুন নতুন অনেক কিছু জানার সুযোগ হয়। যেগুলো বাস্তবায়ন করে এ দেশের ভোটিং সিস্টেমেও ভালো ফল পাওয়া গেছে।

মুক্তা মাহমুদ

এ সম্পর্কিত আরও পড়ুন #রাশিয়ার #নির্বাচন #পর্যবেক্ষণে #যাচ্ছেন #সিইসি #নুরুল #হুদা