আর্কাইভ থেকে অপরাধ

সেই অস্ত্রের তথ্য দিলেন মডেল পিয়াসা

সেই অস্ত্রের তথ্য দিলেন মডেল পিয়াসা

মডেল পিয়াসা ভয়ঙ্কর সেই অস্ত্রের উৎসের তথ্য আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

জবানবন্দিতে পিয়াসা জানিয়েছেন, যে উজি অস্ত্র হাতে নিয়ে তিনি ছবি তুলেছিলেন, সেটার মালিক ইনডেক্স গ্রুপের এমডি সাফিউল্লাহ আল মুনির ওরফে ইনডেক্স মুনির। ছবিটিও মুনিরের অফিসে তোলা।

খিলক্ষেত থানায় মাদক দ্রব্য আইনে দায়ের করা মামলায় তিন দিনের রিমান্ড শেষে ১৯ আগস্ট আদালতে হাজির করা হয়। আদালতে তিনি এই মাদক মামলায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেন। মামলাটি সিআইডি তদন্ত করছে।  

জবানবন্দিতে উজি অস্ত্রের উৎসের পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন পিয়াসা। সিআইডির জেরায় তিনি ফাঁস করেছেন অনেকের নাম। যারা তার সিন্ডিকেটে কাজ করেছেন। গরুর পেটে হীরা পাচার, মধ্যপ্রাচ্যে নারীর পাচার, দেশ থেকে অর্থ পাচারসহ বিভিন্ন তথ্য দিয়েছেন তিনি। এমনটাই জানা গেছে সূত্রে। 

গত ১ আগস্ট রাতে মডেল ফারিয়া মাহবুব পিয়াসাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি। রাজধানীর বারিধারার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বাড়িতে তল্লাশির এক পর্যায়ে বিভিন্ন কক্ষে থাকা বিপুল মদ, ইয়াবা ও সিসা খাওয়ার সরঞ্জাম উদ্ধার হয়। যেগুলো পিয়াসা নিজেই আইনশৃঙ্খলা বাহিনীকে বের করে দেন।

এ সম্পর্কিত আরও পড়ুন #অস্ত্রের #তথ্য #দিলেন #মডেল #পিয়াসা