টাঙ্গাইলের সখীপুরে এক যুবকের বিরুদ্ধে ৭ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। উপজেলার আড়াইপাড়া এলাকায় গত সোমবার (১৬ আগস্ট) ঘটনাটি ঘটলেও বিষয়টি এত দিন গোপন ছিল। অভিযুক্ত উজ্জ্বল মিয়া (১৮) আড়াইপাড়া এলাকার ফজলুল হক ওরফে ফজল মিয়ার ছেলে।
শিশুটির পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার দুপুরে উজ্জ্বল ওই শিশুকে তার বাড়িতে ডেকে নেয়। বাড়িতে লোক না থাকার সুযোগ নিয়ে ওই শিশুকে বলাৎকার করে। এ সময় শিশুটির চিৎকার শুনে এক প্রতিবেশী এগিয়ে গেলে উজ্জ্বল পালিয়ে যায়।
পরে আহত অবস্থায় ওই শিশুকে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান।
শিশুটির বাবা জানান, তার ছেলে গুরুতর আহত হয়েছে। ফলে একাধিক সেলাইয়ের প্রয়োজন হয়েছে। ডাক্তার বলছেন, সুস্থ হতে অনেক সময় লাগবে।
তিনি বলেন, আমরা হাসপাতালে থাকার কারণে আইনি ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। এখান থেকে ফিরেই আইনের আশ্রয় নেব।
এ ব্যাপারে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে সাইদুল হক ভূঁইয়া বলেন, শিশুর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
মুক্তা মাহমুদ