আর্কাইভ থেকে বাংলাদেশ

উয়েফার বর্ষসেরার দৌড়ে ডি ব্রুইন-কান্তে-জর্জিনহো

উয়েফার বর্ষসেরার দৌড়ে ডি ব্রুইন-কান্তে-জর্জিনহো

টানা দুই বছর হয়ে গেলো উয়েফার বর্ষসেরার মঞ্চে নেই মেসি-রোনালদো। সেরা দশেই নেই ব্রাজিলিয়ান পোস্টারবয় নেইমার। গতকাল বৃহস্পতিবার (১৯ আগস্ট) উয়েফা বর্ষসেরা ফুটবলার নির্বাচনের সেরা তিন মনোনীত ফুটবলারের নাম ঘোষণা করেছে। যেখানে শীর্ষ তিনে চ্যাম্পিয়ন্স লিগজয়ী দুই তারকা জর্জিনহো এবং এনগলো কান্তের সঙ্গে জায়গা পেয়েছেন ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইন।
 
তালিকার চার থেকে দশ পর্যন্ত কারা থাকছেন তা উয়েফা এখনই জানিয়ে দিলেও সেরা তিনের মধ্যে কে আগে, কে পরে কিংবা কে পাচ্ছেন বর্ষসেরার পুরস্কার, তা এখনই জানার সুযোগ নেই। তুরস্কের ইস্তাম্বুলে ২৬ আগস্ট এবারের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে সেটি জানা যাবে। 

প্রতিবার বর্ষসেরা ফুটবলারের লড়াইয়ে আক্রমণভাগের খেলোয়াড়দের আধিপত্য থাকলেও এবার প্রকাশিত শীর্ষ তিনের সংক্ষিপ্ত তালিকায় নেই কোনো ফরোয়ার্ড। উয়েফার বর্ষসেরা পুরস্কারের ১১ বছরের ইতিহাসে এই প্রথম মনোনীত সেরা তিনের সবাই মিডফিল্ডার!

২৬ আগস্ট ইস্তাম্বুলের হালি কনভেনশন সেন্টারে চ্যাম্পিয়নস লিগের ড্রয়ের দিনে বর্ষসেরা ফুটবলারের পাশাপাশি গোলকিপার, ডিফেন্ডার, মিডফিল্ডার ও ফরোয়ার্ড—প্রতিটি বিভাগে সেরা খেলোয়াড়কেও পুরস্কার দেয়া হবে। প্রতিটি বিভাগে মনোনীত সেরা তিনের তালিকা আগেই প্রকাশ করেছে উয়েফা।
 
ইউরো-২০২০ এ খেলা ২৪ দেশের জাতীয় দলের কোচ, ২০২০-২১ চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগে খেলা দলগুলোর কোচ এবং ইউরোপিয়ান স্পোর্টস মিডিয়ার ৫৫ সাংবাদিকের (উয়েফার প্রতিটি সদস্য দেশের একজন করে) ভোটে এই সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে।

এস 

এ সম্পর্কিত আরও পড়ুন #উয়েফার #বর্ষসেরার #দৌড়ে #ডি #ব্রুইনকান্তেজর্জিনহো