নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোরের দিকে উপজেলার সুখচর ইউনিয়নের জাগলার চরে সামছুদ্দিন গ্রুপ ও আলা উদ্দিন গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম গণমাধ্যমকে জানান, সকালে জাগলার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষ মুখোমুখি অবস্থানে গেলে প্রথমে ধাওয়া-পাল্টাধাওয়া এবং পরে গোলাগুলি শুরু হয়।
নিহতদের মধ্যে রয়েছেন সামছুদ্দিন গ্রুপের নেতা সামছুদ্দিন ওরফে কোপা সামছু, তার ছেলে মোবারক হোসেন ও জুম্মা ডাকাত। অপর পক্ষ থেকে নিহত হয়েছেন আলা উদ্দিন গ্রুপের প্রধান আলা উদ্দিন।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, জাগলার চরের জমি এখনো সরকারিভাবে কাউকে বন্দোবস্ত দেওয়া হয়নি। এ সুযোগে গত ৫ আগস্টের পর জাহাজমারা ইউনিয়নের কোপা সামছু বাহিনী ওই চরের বিভিন্ন জমি বিক্রি শুরু করে।
এরপর সুখচর ইউনিয়নের আলা উদ্দিন বাহিনী একই চরের জমি দখলে নিতে সক্রিয় হয় এবং আরও বেশি দামে জমি বিক্রির চেষ্টা চালায়। একপর্যায়ে উভয় পক্ষ আলাদাভাবে জমি বিক্রি শুরু করলে বিরোধ চরম আকার ধারণ করে।
সকালে প্রায় ১০টার দিকে দুই পক্ষের লোকজন প্রথমে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে তারা মুখোমুখি অবস্থান নিয়ে গোলাগুলিতে জড়ায়। এতে ঘটনাস্থলেই কয়েকজন হতাহত হন।
আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এমএ//