আর্কাইভ থেকে এশিয়া

উড়োজাহাজ থেকে পড়ে মারা গেল আফগান ফুটবলার

উড়োজাহাজ থেকে পড়ে মারা গেল আফগান ফুটবলার

তালেবান আতঙ্কে কাবুল ছাড়তে চেয়েছিলেন আফগান ফুটবলার জাকি আমোয়ারি। তাই উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ারের সঙ্গে নিজেকে বেঁধে রেখেছিলেন তিনি। তবে যাত্রা শেষ হয়নি। উড়োজাহাজ উড়তেই তা থেকে খসে পড়ে মারা যায় আফগান ফুটবলার।

আফগান সংবাদসংস্থা আরিয়ানার উদ্বৃতি দিয়ে জার্মান গণমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, তালেবান কাবুলে ঢোকার পর আফগানিস্তান ছাড়তে মরিয়া হয়ে গিয়েছিলেন আফগান ফুটবলার জাকি আমোয়ারি। যুক্তরাষ্ট্রগামী বিমানে উঠতে না পেরে ল্যান্ডিং গিয়ারের সঙ্গে নিজেকে বেঁধে নিয়েছিলেন তিনি। জাকি ছিলেন আফগান ফুটবল দলের সদস্য।

গেল রোববার তালেবান কাবুল দখল করার পরই আফগানিস্তান ছাড়তে দলে দলে বিমানরন্দরে হাজির হয় হাজার হাজার মানুষ। উড়োজাহাজের চাকার সঙ্গে নিজেদের বেঁধে নিয়েছিল কয়েকজন। উড়োজাহাজ থেকে খসে পড়ে মারা যায় দুই ভাই রেজা ও করিম। ওই ডিভিও দেখে শিউরে উঠেছিল বিশ্ববাসী।

কাবুল বিমানবন্দর এখনও মার্কিন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। সেদিন কাবুল বিমানবন্দরের বাইরে গাড়ি রেখে দেশ থেকে যেভাবে হোক পালাতে চেয়েছিল হাজার হাজার মানুষ। তারা বিমানের মাথায় চড়েছিল। কোনো বিমান দেখলেই রানওয়ে দিয়ে ছুটেছে। যে কোনোভাবে বিমানে ওঠার চেষ্টা করেছে। পরিস্থিতি সামলাতে শূন্যে গুলি চালিয়েছে মার্কিন সেনারা। ভিড়ের চাপে ও হুড়োহুড়িতে মারা গেছে অন্তত নয়জন।

তালেবানের কাবুল দখল করার পর অনেকের মতো আতঙ্কিত হয়ে যে কোনো উপায়ে কাবুল ছাড়তে চেয়েছিলেন আনোয়ারিও। তিনি আফগান যুব দলের ফুটবলার ছিলেন। তার মৃত্যুর খবর পোস্ট করা হয়েছে, আফগান জাতীয় দলের ফেসবুক পেজেও।

এই খবরে ভেঙে পড়েছে আনোয়ারির সতীর্থরাও। একজন প্রতিশ্রুতিবান ফুটবলারের এমন পরিণতি মেনে নিতে পারছে না তারা। কিন্তু এর মধ্যে থেকে বেরিয়ে আসছে তালেবান শাসন নিয়ে আফগানদের একাংশের বিশেষ করে যুব সম্প্রদায়ের আতঙ্ক। এই যুবকরা আগের তালেবান শাসন দেখেনি, শুধু শুনেছে। তার থেকেই আতঙ্কিত হয়ে এভাবে দেশ ছাড়তে গিয়ে মারা যাচ্ছে তারা।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন #উড়োজাহাজ #পড়ে #মারা #আফগান #ফুটবলার