আর্কাইভ থেকে উত্তর আমেরিকা

আফগান সংকট সমাধানে তালেবানের সঙ্গে কাজ করবে ব্রিটেন: বরিস

আফগান সংকট সমাধানে তালেবানের সঙ্গে কাজ করবে ব্রিটেন: বরিস

আফগানিস্তান সংকট সমাধানে প্রয়োজনে তালেবানের সঙ্গে কাজ করবে ব্রিটেন। সম্প্রতি এমন কথাই জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

ব্রিটিশ দৈনিক দ্য ইন্ডিপেনডেন্ট জানায়, সম্প্রতি তালেবানের আফগানিস্তান নিয়ন্ত্রণকে কেন্দ্র করে লন্ডনে কোবরা কমিটির সঙ্গে জরুরী বৈঠকে বসে ব্রিটিশ প্রশাসন। কমিটির ওই বৈঠকের পর বরিস জনসন বলেন, আফগানিস্তানে স্থিতিশীলতা ফেরাতে চিরস্থায়ী অঙ্গীকার করেছে ব্রিটেন।

বরিস জনসন বলেন, আফগানিস্তানের জন্য সমাধান খোঁজার জন্য প্রয়োজনে তালেবান বিদ্রোহীদের সঙ্গে কাজ করবেন তিনি। কারণ সরকার কাবুল থেকে মানুষকে সরিয়ে নেওয়ার ক্ষেত্রে কঠিন' চ্যালেঞ্জ নেভিগেট করে। আফগানিস্তানে স্থিতিশীলতা ফেরাতে চিরস্থায়ী অঙ্গীকার রয়েছে ব্রিটেনে।

তাই এই সংকট সমাধানের জন্য রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়া ছাড়া কোনো বিকল্প নেই। এ কারণে, প্রয়োজন হলে তালেবানের সঙ্গে কাজ করবে ব্রিটিশ সরকার।

এছাড়াও কাবুল বিমানবন্দর প্রসঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, গেল দুই দিনে প্রায় দুই হাজার আফগানকে স্থানান্তর করা হয়েছে। প্রয়োজনে আরও মানুষকে কাবুল বিমানবন্দর থেকে সরিয়ে নেওয়া হবে।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন আফগান | সংকট | সমাধানে | তালেবানের | সঙ্গে | কাজ | করবে | ব্রিটেন | বরিস