আর্কাইভ থেকে জাতীয়

পূর্ণাঙ্গ রূপ পেল পদ্মা সেতুর সড়কপথ

পূর্ণাঙ্গ রূপ পেল পদ্মা সেতুর সড়কপথ

স্বপ্নের পদ্মাসেতুর শেষ রোডওয়ে স্ল্যাবটি আজ বসানো হয়েছে। 

সকাল ১১ টায় এটি বসানো হয়। স্লাবটি বসেছে সেতুর ১২ ও ১৩ নম্বর পিলারের স্প্যানের উপরে। আর এর মধ্য দিয়ে সম্পন্ন হলো সেতুর মোট ২৯১৭ টি রোডওয়ে স্ল্যাব বসানোর কাজ। 

পদ্মাসেতুর প্রধান প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, রোববার পর্যন্ত সেতুর ২ হাজার ৯১৭টি রোডওয়ে স্ল্যাবের মধ্যে বসানো হয়েছিল ২ হাজার ৯১৪টি। রাত থেকে বাকি তিনটি স্ল্যাব বসানোর কাজ চলছিল। রাতে দুটি ও বাকি থাকা একটি স্ল্যাব সকাল ১০টা ১২ মিনিটে বসানো হয়।

এর আগে, চলতি বছরের ২০ জুন শেষ হয়েছিল দ্বিতল সেতুর রেলওয়ে স্ল্যাব বসানোর কাজ। সেতুতে রেলপথের স্ল্যাব বাসানোর দুমাসের মাথায় শেষ হলো সড়কপথের স্ল্যাব বসানোর কাজ। সড়কপথে মোট ২ হাজার ৯১৭টি রোডওয়ে স্ল্যাব বসানো হয়।

প্রকৌশলী সূত্রে আরও জানা যায়, চলতি বছরের জুলাই পর্যন্ত সেতু প্রকল্পের সার্বিক কাজ এগিয়েছে ৮৭ দশমিক ২৫ শতাংশ। আর মূল সেতুর কাজের অগ্রগতি ৯৪ দশমিক ২৫ শতাংশ।

২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন পূর্ণাঙ্গ | রূপ | পেল | পদ্মা | সেতুর | সড়কপথ