খেলাধুলা

আইসিসি প্যানেলে স্বীকৃত প্রথম নারী আম্পায়ার পেলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

আইসিসি আন্তর্জাতিক ডেভেলপমেন্ট প্যানেল থেকে প্রথম নারী আম্পায়ার হিসেবে স্বীকৃতি পেলো পাকিস্তানের সালিমা ইমতিয়াজ। এই স্বীকৃতির ফলে নারীদের দ্বিপাক্ষিক আন্তর্জাতিক ম্যাচ ও আইসিসি পরিচালিত নারীদের আন্তর্জাতিক ইভেন্টগুলোতে ম্যাচ পরিচালনার সুযোগ পাবেন সালিমা।

সোমবার (১৬ সেপ্টেম্বর) থেকে মুলতানে শুরু হওয়া পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা সিরিজে সালিমাকে অফিশিয়াল হিসেবে মাঠে দেখা যাবে।

সালিমা এক বিবৃতিতে জানিয়েছেন, এই যাত্রাটা কঠোর পরিশ্রমে পরিপূর্ণ, সাথে ছিল নিজেকে অনেকভাবে বিসর্জন দেয়া। তবে এখন নতুন এই অধ্যায়ের চূড়াতে দাঁড়িয়ে মনে হচ্ছে সবকিছু ফিরে পেয়েছি।

তিনি আরও বলেন, এটা শুধু আমার জয় নয়। পাকিস্তানের যে নারী ক্রিকেটার ও আম্পায়ারদের উচ্চাশা আছে- তাদের সবারই জয়।

পাকিস্তান নারী দলের খেলোয়াড় কাইনাত ইমতিয়াজের মা সালিমা ইমতিয়াজ। কাইনাত পাকিস্তানের হয়ে ৪০ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।

সালিমা ২০০৮ সাল থেকে আম্পায়ারিং ক্যারিয়ার শুরু করেন। তিনি ২০২২ সালের এশিয়া কাপ, ২০২৩ সালের এসিসি এমার্জিং উইমেনস কাপে দায়িত্ব পালন করেন।

এম এইচ//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন সালিমা ইমতিয়াজ | পাকিস্তান