যুক্তরাষ্ট্রে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যেই ফ্লোরিডা ও টেক্সাস অঙ্গরাজ্যের স্কুলগুলো খুলে দেওয়া হয়েছে। স্থানীয় সময় গতকাল সোমবার থেকে ক্লাসরুমে ফিরেছে শিক্ষার্থীরা।
মার্কিন গণমাধ্যমগুলো জানায়, স্কুল খুললেও স্বাস্থ্যবিধি মানার বিষয়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে। শিক্ষার্থী, শিক্ষক ও স্কুল স্টাফদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সবাইকে টিকার আওতায়ও আনা হচ্ছে। মূলত, শিক্ষার্থীদের সুরক্ষার নিশ্চিতেই নেওয়া হয়েছে এসব উদ্যোগ। এদিকে, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে নিউইয়র্ক, শিকাগো, ওয়াশিংটনসহ কয়েকটি অঙ্গরাজ্য।
এর আগে, যুক্তরাষ্ট্রে মাস্ক ব্যবহারে শিথিলতা জারি করা হলেও, শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনাও জারি করা হয়েছে আদালত থেকে। মাস্ক ব্যবহার ও টিকার বিষয়ে নেওয়া এসব সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
এসএন