আর্কাইভ থেকে এশিয়া

কাবুল বিমানবন্দরে ভাতের প্লেট ৮৫০০ টাকা, পানি ৩৫০০

কাবুল বিমানবন্দরে ভাতের প্লেট ৮৫০০ টাকা, পানি ৩৫০০

তালেবানের হাতে আফগানিস্তানের রাজধানী কাবুলের পতন হওয়ার পর বর্তমানে অনেকটা স্বাভাবিক হচ্ছে আফগানদের জীবনযাত্রা। তবে কাবুল বিমানবন্দরের হুড়োহুড়ি, ভিড়সহ অরাজক পরিস্থিতি আগের মতোই রয়েছে। ১২ দিনেও কমেনি একটুও।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে কাবুল বিমানবন্দরের করুণ ছবি উঠে এসেছে। বিমানবন্দরের চারদিকে শুধুই আশাহীন মানুষের ছোটাছুটি। বিরামহীন অপেক্ষায় রয়েছে রোদ-গরমে ক্লান্ত, ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত মানুষ। ভেঙে পড়তে শুরু করেছে তাদের আস্থা-ভরসাও। শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছে অনেকে।

পরিস্থিতি এতোটাই খারাপ যে, কাবুল বিমানবন্দরের আশপাশে এক প্লেট ভাতের মূল্য চাওয়া হচ্ছে ১০০ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে আট হাজার টাকারও বেশি। আর এক বোতল পানি বিক্রি হচ্ছে ৪০ মার্কিন ডলারে। বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে তিন হাজার টাকা।

কার্যত খাবার ও পানির উচ্চ মূল্যে দিশেহারা বিমানবন্দরে অপেক্ষারত মানুষেরা। এক আফগান নাগরিক জানিয়েছেন, তিনি এক বোতল পানি কিনেছেন ৪০ মার্কিন ডলারে।

বার্তাসংস্থা রয়টার্সকে ফজল-উর-রেহমান নামে এক ব্যক্তি বলেন, কাবুল বিমানবন্দরে এখন এক বোতল পানি ৪০ মার্কিন ডলারে এবং এক প্লেট ভাত ১০০ মার্কিন ডলারে বিক্রি হচ্ছে। সেখানে আফগানি মুদ্রার বদলে শুধু মার্কিন ডলারে বেচাকেনা চলছে। উচ্চ মূল্যের কারণে সেখানে খাবার ও পানীয় এখন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন কাবুল | বিমানবন্দরে | ভাতের | প্লেট | ৮৫০০ | টাকা | পানি | ৩৫০০