আর্কাইভ থেকে বাংলাদেশ

নুসরাত কারও দাসীবাদি নয়: তসলিমা

নুসরাত কারও দাসীবাদি নয়: তসলিমা

নানা আলোচনা সমালোচনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (২৬ আগস্ট) বেলা পৌনে একটায় পুত্রসন্তানের জন্ম দিয়েছেন নুসরাত জাহান। এই সাংসদ ও অভিনেত্রীর মা হওয়ার খবরে শুভেচ্ছা আর ভালোবাসার বন্যা বইছে নেটমাধ্যমে। নিন্দার পরিমাণও কম নয়। এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন বাংলাদেশের বিতর্কিত নারীবাদি লেখিকা তসলিমা নাসরিন।

তিনি বলেন, ‘নুসরাত প্রতিষ্ঠিত মেয়ে। কারও দাসীবাদি নয়। নিজের ইচ্ছের মূল্য দিতে জানে। সে তার সন্তানকে ভালো মানুষ করবে, এ আমার বিশ্বাস।’

তসলিমার মতে, ‘মেয়ে হলেই যে মা হতে হবে এমন কোনো বাধ্যবাধ্যকতা নেই। সব মেয়েই মা হতে চায়—এটা ঠিক নয়, অনেক মেয়েই চায় না। সভ্য দেশের বেশির ভাগ সভ্য মেয়ে বাচ্চা চায় না’।

এর কারণ হিসেবে তিনি জানান, ‘মেয়েরা নিজেদের জরায়ু বলে মনে করে না। তারা মনে করে তাদের জীবন জরায়ুর চেয়ে অনেক মূল্যবান। তা ছাড়া পৃথিবীতে বাচ্চার তো অভাব নেই! আমার বিশ্বাস, সন্তান হলেও সমস্যা আবার না হলেও সমস্যা। সন্তান কুলাঙ্গার হলে জন্মদাত্রীর জীবন নরকতুল্য।’

স্বাধীনভাবে বাঁচার অধিকার সব মেয়েরই আছে। এই ভাবনা থেকেই তিনি নিজে কোনো দিন সন্তান চাননি বা নিজের শরীরে সন্তান ধারণ করেননি।

তার বিশ্বাস, শুধুমাত্র শুক্রাণুর জন্যই সন্তান ধারণের সময় পুরুষের ওপর নির্ভরশীল নারী।

তসলিমা দাবি করেছেন, ‘এমনো দিন আসবে যে দিন মেয়েদের স্টেম সেল থেকে স্পার্ম তৈরি হবে। অথবা স্পার্ম তৈরি হবে মেয়েদের বোন ম্যারো থেকে।’

এস

এ সম্পর্কিত আরও পড়ুন নুসরাত | কারও | দাসীবাদি | তসলিমা