ফুটবল

'স্পেনে কারও জন্য কোনো সম্মান নেই', বললেন মোরাতা

'স্পেনে কারও জন্য কোনো সম্মান নেই', বললেন মোরাতা
স্পেন অধিনায়ক আলভারো মোরাতা কিছু নিয়ে বিরক্ত। চলতি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ যে তার শেষ টুর্নামেন্ট হতে যাচ্ছে দলের হয়ে, তা জানিয়েছেন এই ফুটবলার। ইউরোর চলতি আসরে দারুণ পারফরম্যান্স দেখিয়ে চলেছে স্পেন। আজ দিবাগত রাত ১ ঘটিকায় ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালের ম্যাচে মুখোমুখি হবে দলটি। স্পেন দলে কারও কোনো সম্মান নেই বলে উল্লেখ করেছেন মোরাতা। এই ফুটবলারের বয়সটা ৩১ হয়ে গেছে। তিনি এখন দলের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন। হঠাৎ সেমিফাইনালের আগে এমন কথা বলার কারণ তিনি বেশ কিছু কারণ নিয়ে বিরক্ত। স্প্যানিশ পত্রিকা এল মুন্দো’কে দেওয়া এক সাক্ষাৎকারে মোরাতা বলেন, 'স্পেনে সুখী হওয়া অনেক কঠিন ব্যাপার।' এই স্প্যানিশ ফুটবলার বলেছেন, তিনি স্পেনের বাইরে থাকাকালীন সুখী থাকেন বেশি। সেখানে মানুষ তাকে সম্মান করে। কিন্তু স্পেনে কারও জন্য কোন সম্মান নেই। মোরাতা বলেন, 'সেদিন লোকে বলছিল, আমি নাকি হলুদ কার্ড খেয়েছি দেখে কাঁদছিলাম। এটা কোনো কথা হলো! আমার দেশ সেমিফাইনাল নিশ্চিত করেছে, আমি অধিনায়ক- আমি এজন্য কাঁদছিলাম।' শেষটা খুব দ্রুত ঘনিয়ে আসবে বলে উল্লেখ করেছেন মোরাতা। লোকে তাকে একসময় ‘মিস’ করবে বলেও উল্লেখ করেছেন তিনি।   এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন স্পেনে | কারও | জন্য | কোনো | সম্মান | নেই | মোরাতা