আর্কাইভ থেকে বাংলাদেশ

আফগানিস্তানে ১৫ বাংলাদেশি নিরাপদে আছেন: পররাষ্ট্রমন্ত্রী

আফগানিস্তানে ১৫ বাংলাদেশি নিরাপদে আছেন: পররাষ্ট্রমন্ত্রী

আফগানিস্তানে কাবুল বিমানবন্দরে বিস্ফোরণ হলেও দেশটিতে অবস্থানরত ১৫ বাংলাদেশি নিরাপদে আছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

শনিবার (২৮ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে (বিস) আয়োজিত ‘বঙ্গবন্ধু অ্যান্ড বাংলাদেশ: অ্যান এপিক অফ আ ন্যাশনস ইমার্জেন্স অ্যান্ড ইম্যান্সিপেইশন’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন ও ওয়েবিনার শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের যিনি অ্যাম্বাসেডর ইন তাসখন্দ, উনি জানিয়েছেন যে তারা নিরাপদ অবস্থানেই আছে। কিন্তু ভয়ে এয়ারপোর্টে যাচ্ছেন না।

তাদের উদ্ধারে কোনো চার্টার্ড বিমান পাঠানোর পরিকল্পনা আছে কি না জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ডিটেইল আমি বলতে পারব না। আই ক্যান্ট সে, আই ডোন্ট নো। অবস্থার প্রেক্ষিতে ব্যবস্থা নেয়া হবে।’

তিনি বলেন, আফগানিস্তানের ১৬০ জন ছাত্রছাত্রী আমাদের দেশে পড়া লেখা করে। তারা এখন আসতে চাচ্ছে। আমরা নেব, কিন্তু দে হ্যাভ টু মেক দেয়ার ওয়ে আউট। আমাদের তো ওখানে এমন কিছু নেই যে আমরা ওদের নিয়ে আসতে পারি। আমি শুনেছি, ওরা বাঙালি না। ওরা সবাই আফগান। সো আই ডোন্ট নো।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন আফগানিস্তানে | ১৫ | বাংলাদেশি | নিরাপদে | আছেন | পররাষ্ট্রমন্ত্রী