আর্কাইভ থেকে করোনা ভাইরাস

বিশ্বে করোনায় একদিনে মৃত্যু প্রায় সাড়ে সাত হাজার

বিশ্বে করোনায় একদিনে মৃত্যু প্রায় সাড়ে সাত হাজার

বিশ্বে একদিনে করোনা সংক্রমণ ও মৃত্যু কমেছে। প্রাণঘাতি ভাইরাসে আক্রান্ত হয়ে গেল ২৪ ঘণ্টায় মারা গেছে প্রায় সাড়ে সাত হাজার মানুষ। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে সাড়ে চার লাখের বেশি মানুষের শরীরে।

ওয়ার্ল্ডোমিটারের তথ‌্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে প্রায় ৪৫ লাখ ১৫ হাজার জন। আর এখন পর্যন্ত শনাক্ত হয়েছে ২১ কোটি ৭২ লাখের বেশি। করোনা থেকে সুস্থ হয়েছে প্রায় ১৯ কোটি ৪১ লাখ জন।

করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবে করোনা সংক্রমণ বেড়ে চলেছে যুক্তরাষ্ট্রে। দেশটির ১৪টি অঙ্গরাজ্যে এক সপ্তাহে মৃত্যু বেড়েছে ৫০ শতাংশ। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে প্রতিদিন মৃত্যুর সংখ্যা ১৪শ’ ছাড়ানোর আশঙ্কা করছে বিশেষজ্ঞরা।

আগামী ডিসেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রে নতুন করে এক লাখ মানুষ মারা যেতে পারে বলে সতর্ক করেছেন দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি। তবে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার মাধ্যমে পরিস্থিতি প্রতিরোধ করা সম্ভব বলেও আশা করেন তিনি।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন বিশ্বে | করোনায় | একদিনে | মৃত্যু | প্রায় | সাড়ে | সাত | হাজার