গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল নিয়ন্ত্রণে নেয় তালেবান। আর এতে করে দেশটিতে দীর্ঘ ২০ বছর আধিপত্যের পর অবসান ঘটে আমেরিকার সেনা সদস্যদের। আফগানিস্তানের সঙ্গে আমেরিকার দীর্ঘ যুদ্ধের এই ফলকে ‘আমেরিকার অর্জন শূন্য’ বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বুধবার (১ সেপ্টেম্বর) রাশিয়ার পূর্বাঞ্চলীয় ভ্লাদিভস্তকে স্কুলের নতুন শিক্ষাবর্ষ শুরুর একটি অনুষ্ঠানে এ মন্তব্য করেন রাশিয়ার প্রেসিডেন্ট। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।
ভ্লাদিমির পুতিন বলেন, মার্কিন সেনা সদস্যরা দীর্ঘ ২০ বছর ধরে আফগানিস্তানের মানুষের জীবন পরিচালনায় পরিবর্তন আনার জন্য চেষ্টা করেছে। আফগানদের ওপর তাদের নিয়মকানুন ও জীবনযাপনের আদর্শ চাপানোর চেষ্টা করেছে। কিন্তু ফলাফল হিসেবে অর্জন এসেছে বিপর্যয়। দীর্ঘ এই যুদ্ধে আমেরিকার অর্জন শূন্য।
তিনি আরও বলেন, আমেরিকার কারণে আফগানিস্তানের ভূখণ্ডে বসবাসরতের জন্য এই যুদ্ধের একমাত্র ফলাফল হলো মর্মান্তিক। আর এর মাধ্যমে এটা প্রমাণ হলো যে, বাইরে থেকে কাউকে কিছু চাপিয়ে দেওয়া অসম্ভব।
প্রসঙ্গত, গত ৩১ আগস্ট আফগানিস্তান থেকে সেনা সদস্য প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
সূত্র : আল-জাজিরা
এস