আর্কাইভ থেকে জাতীয়

স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ: জাবি শিক্ষার্থীদের আবাসিক হোটেলে রাখার সিদ্ধান্ত

স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ: জাবি শিক্ষার্থীদের আবাসিক হোটেলে রাখার সিদ্ধান্ত

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে ৪০ জন আহত হয়েছেন। এ ঘটনার পর গেরুয়া এলাকায় ভাড়া বাসা ও মেসে বসবাসকারী শিক্ষার্থীদের সাভারে আবাসিক হোটেলে রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাত দেড়টায় হল খুলে দেয়ার দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সঙ্গে আলোচনায় বসেন শিক্ষার্থীরা। পরে রাত ২টায় শিক্ষার্থীদেরকে আবাসিক হোটেলে রাখার কথা বলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান।

ভারপ্রাপ্ত প্রক্টর বলেন, সংঘর্ষের ঘটনার পর রাতে শিক্ষার্থীদের গেরুয়ার মেসে ফিরে যাওয়ার পরিবেশ নেই। তাই আমি ঢাকা জেলা উত্তর পুলিশ সুপারের সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের জন্য সাভারে আবাসিক হোটেলে থাকার ব্যবস্থা করেছি।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে গেরুয়া বাজারে শিক্ষার্থীদের পাঁচটি মোটরসাইকেল পুড়িয়ে দেন স্থানীয়রা। এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মসজিদে মাইকের মাধ্যমে সবাইকে একত্রিত করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালান স্থানীয়রা। এতে আহত হন প্রায় ৪০ শিক্ষার্থী।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, এখনো গেরুয়া এলাকায় বিভিন্ন ভাড়া বাসায় অন্তত দুই শতাধিক শিক্ষার্থী আটকে আছেন। তাদের উদ্ধারে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে বলেও জানাচ্ছেন তারা।

রাইদুল শুভ

এ সম্পর্কিত আরও পড়ুন স্থানীয়দের | সঙ্গে | সংঘর্ষ | জাবি | শিক্ষার্থীদের | আবাসিক | হোটেলে | রাখার | সিদ্ধান্ত