আর্কাইভ থেকে দেশজুড়ে

কোম্পানীগঞ্জে চলছে সকাল–সন্ধ্যা হরতাল

কোম্পানীগঞ্জে চলছে সকাল–সন্ধ্যা হরতাল

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চলছে সকাল-সন্ধ্যা হরতাল ।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে চাপরাশির হাটে কাদের মির্জা ও মিজানুর রহমান বাদল অনুসারী আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে ৩৫ জন নেতাকর্মী আহত হন। আহতদের কাদের মির্জা নিজের অনুসারী দাবি করে এবং তাকে হত্যাচেষ্টার অভিযোগ তুলে এর প্রতিবাদে শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টায় ফেসবুক লাইভে এসে এ হরতাল কর্মসূচি ঘোষণা করেন।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট বাজারে কাদের মির্জা ও মিজানুর রহমান বাদল সমর্থিত আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে স্থানীয় এক সংবাদকর্মীসহ উভয় পক্ষের কমপক্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন। আহতদের কোম্পানীগঞ্জ, নোয়াখালী ও ঢাকায় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পরে গুরুতর ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য নেয়া হয় নোয়াখালী সদর হাসপাতালে। এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কাদের মির্জা পুলিশের উপস্থিতিতে তার নেতাকর্মীদের ওপর গুলি চালানোর অভিযোগ করেন।

রাইদুল শুভ

এ সম্পর্কিত আরও পড়ুন কোম্পানীগঞ্জে | চলছে | সকালসন্ধ্যা | হরতাল