জাতীয়

ডাক্তারদের দাবি দ্রুত সমাধানের চেষ্টা চলছে : হাসনাত

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

চিকিৎসকদের চার দফা দাবি দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

রোববার (১ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মেডিকেলের প্রশাসনিক ব্লকে কর্মবিরতিতে থাকা চিকিৎসকদের সাথে আলোচনা শেষে হাসনাত এসব কথা বলেন।  

হাসনাত বলেন, ডাক্তারদের ওপর যে হামলা হয়েছে সেটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।  দেশের বিভিন্ন জায়গাতে এসব হামলা হয়েছে।  যারা হামলার সাথে জড়িত তাদের রাজনৈতিক দল মত আদর্শের ঊর্ধ্বে ওঠে তাদের বিচারের আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, সভায় ডাক্তাররা যে চার দফা দাবি দিয়েছেন সেটি নিয়ে কথা হয়েছে।  কর্তৃপক্ষকে এসব দাবির ব্যাপারে খুবই পজেটিভ মনে হয়েছে।  আমরা আশা করি খুব দ্রুততম সময়ের মধ্যে এসব সমস্যার সমাধান হবে।  

এর আগে, শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনা ঘটে।

রোববার হামলাকারীদের গ্রেপ্তার-বিচার, নিরাপদ কর্মস্থল নিশ্চিত করাসহ চার দফা দাবিতে সারা দেশে সব চিকিৎসাকেন্দ্রে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেন চিকিৎসকরা।   

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন ডাক্তারদের | দাবি | দ্রুত | সমাধানের | চেষ্টা | চলছে | | হাসনাত