আর্কাইভ থেকে বিএনপি

আগামী বছর চালু হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: কাদের

আগামী বছর চালু হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: কাদের

২০২২ সা‌লের ডি‌সেম্বরে হযরত শাহজালাল আন্তর্জা‌তিক বিমান বন্দরের দ‌ক্ষিণে কাওলা থে‌কে তেজগাও রেলস্টেশন পর্যন্ত ঢাকা এলিভে‌টেড এ‌ক্স‌প্রেসও‌য়ে জনসাধার‌ণের জন্য  খু‌লে দেয়া হ‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন, সড়ক প‌রিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের। 

সকা‌লে, রাজধানীর বানানীতে প্রকল্পের কাজ প‌রিদর্শন শে‌ষে তিনি, এ কথা জানান। 

মন্ত্রী বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর সংলগ্ন কাওলা থেকে তেজগাঁও পর্যন্ত প্রথম ধাপের ৬৬ দশমিক ২৫ শতাংশ কাজ হয়ে গেছে। আমি আশা করছি আগামী বছর অর্থাৎ ২০২২ সালে প্রথম ধাপের কাজ শেষ হবে। এই অংশ আমরা চলাচলের জন্য খুলে দিতে পারবো। বাকি কাজ পরের বছর অর্থাৎ ২০২৩ সালে আমরা শেষ করতে পারবো বলে আশা করছি। সব মিলিয়ে এ পর্যন্ত গড়ে ৩০ দশমিক ৫০ শতাংশ কাজ শেষ হয়েছে।

তিনি আরও বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের তিনটি ধাপ রয়েছে। কাওলা রেলগেট থেকে বনানী রেলস্টেশন একটা। ২য় ধাপ বনানী রেলস্টেশন থেকে মগবাজার রেল ক্রসিং পর্যন্ত। তৃতীয় ধাপ মগবাজার রেল ক্রসিং থেকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত। এই তিন ধাপে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ সম্পন্ন হবে।

প্রক‌ল্পের ধীর গ‌তির কথা স্বীকার ক‌রে মন্ত্রী ব‌লেন, প্রথ‌মে যে সমস্যাপ ছি‌লো তা এখন আর নেই।  নির্ধা‌রিত সম‌য়ে প্রক‌ল্পের কাজ শেষ হবে ব‌লে জানান তি‌নি। মন্ত্রী বলেন, কা‌জের জন্যম যে জনদূ‌র্ভোগ হ‌চ্ছে তা সাম‌য়িক।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন আগামী | বছর | চালু | হবে | ঢাকা | এলিভেটেড | এক্সপ্রেসওয়ে | কাদের