আর্কাইভ থেকে অপরাধ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীতে দুজন টেঁটাবিদ্ধ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীতে দুজন টেঁটাবিদ্ধ

নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল নজরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুজন টেঁটাবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (০৫ সেপ্টেম্বর) সকালে নজরপুর ইউনিয়নের দিলারপুর গ্রামে তাদের বাড়িতে ঢুকে দুজনকে টেঁটাবিদ্ধ করা হয়। পরে তাদের নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

টেঁটাবিদ্ধ দুজন হলেন, সদর উপজেলার চরাঞ্চল নজরপুরের দিলারপুর গ্রামের মো. সিদ্দিক মিয়ার ছেলে মো. শাজাহান মিয়া (৬০) ও মো. জালু মিয়ার ছেলে মো. বারেক মিয়া (৫৫)। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিয়াবাড়ি ও ফকিরবাড়ির মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। দুইদিন আগে একটি তুচ্ছ ঘটনায় এই দুই বংশের সদস্যদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরেই রোববার মিয়াবাড়ির মো. শাজাহান মিয়া ও মো. বারেক মিয়া টেঁটাবিদ্ধ হয়েছেন।

নরসিংদী মডেল থানার উপপরিদর্শক (এসআই)  নূর হোসেন জানান, এলাকায় বংশগত আধিপত্য বিস্তারের জন্যই এই হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় মিয়াবাড়ির দুইজন টেঁটাবিদ্ধ হয়েছেন। ঘটনা যেন আর বড় না হয় তার জন্য ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

এমএম/

এ সম্পর্কিত আরও পড়ুন আধিপত্য | বিস্তারকে | কেন্দ্র | করে | নরসিংদীতে | দুজন | টেঁটাবিদ্ধ