আন্তর্জাতিক

পাকিস্তান-ইউএই সম্পর্ক জোরদারে ইসলামাবাদে বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

শুক্রবার (২৬ ডিসেম্বর) ইসলামাবাদে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন।

এই আলোচনায় দুই দেশের মধ্যে অর্থনীতি, বিনিয়োগ, উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এবং যৌথ উদ্যোগ বাড়ানোর সুযোগ নিয়ে কথা হয়। বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও মতবিনিময় করা হয়।

শাহবাজ শরিফ বলেন, পাকিস্তান সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে গভীর, শক্তিশালী সম্পর্কের জন্য গর্বিত। নূর খান এয়ার বেসে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রী ও অন্যান্য পাকিস্তানি কর্মকর্তারা স্বাগত জানান। বৈঠকের সময় দুই দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার ওপর জোর দেওয়া হয়

 

এসএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইসলামাবাদে #সংযুক্ত আরব আমিরাত #শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান #পাকিস্তানি প্রধানমন্ত্রী #শাহবাজ শরিফের