আন্তর্জাতিক

যাত্রীবাহী ট্রেনে হামলায় নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: ফ্রান্স 24

যেখানে সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কিয়েভ-মস্কো আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা চলছে, সেই সময় ইউক্রেনের আকাশে রাশিয়ার ড্রোন হামলা থামেনি। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতের সময় উত্তর-পূর্ব ইউক্রেনের খারকিভ এলাকায় একটি যাত্রীবাহী ট্রেনে ড্রোন আঘাতে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, প্রায় ২০০ যাত্রী বহনকারী ওই ট্রেনের একটি বগিতে হামলা চালানো হয়। দেশটির প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিডেনকো সামাজিক যোগাযোগমাধ্যমে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। সেই সঙ্গে, রাশিয়ার লক্ষ্যবস্তু হয়ে পড়েছে দেশটির জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামো, যার কারণে লাখ লাখ মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক বিবৃতিতে বলেন, ট্রেনে বেসামরিক নাগরিকদের হত্যা কোনো সামরিক যুক্তি বহন করে না এবং এটি কখনও গ্রহণযোগ্য নয়। তিনি এই হামলাকে শান্তি প্রচেষ্টার ওপর প্রভাব ফেলার একটি চক্রান্ত হিসেবে উল্লেখ করেছেন।

এই হামলার মধ্য দিয়ে চলমান শান্তি আলোচনার ওপর বড় ধাক্কা লেগেছে, যা ইউক্রেন সংকটের অবসানকে আরও জটিল করে তুলেছে।

 

সূত্র: ফ্রান্স 24

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #কিয়েভ #মস্কো #ইউক্রেন #ড্রোন হামলা