আর্কাইভ থেকে বাংলাদেশ

ফাঁকি দিয়ে পালালো এক রোহিঙ্গা

ফাঁকি দিয়ে পালালো এক রোহিঙ্গা

নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে কর্তব্যরত পুলিশের চোখ ফাঁকি দিয়ে মো. আলম (৩৫) নামে এক রোহিঙ্গা যুবক পালিয়েছে। 
রোববার (০৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

মো. আলম ভাসানচর আশ্রয়ণ প্রকল্প-৩ এর বাসিন্দা মো. ইয়াছিনের ছেলে। জানা গেছে, রোববার সকাল সাড়ে ৯টার দিকে বিকাশ থেকে টাকা উঠানোর কথা বলে পুলিশ সদস্যসহ হাসপাতালের বাইরের দোকানে যায়। এক পর্যায়ে কর্তব্যরত পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায় ওই রোহিঙ্গা যুবক।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, অণ্ডকোষে সমস্যা নিয়ে এক রোহিঙ্গা যুবক হাসপাতালে ভর্তি হয়। পরে শুনেছি, যুবকটি পালিয়ে গেছে। এ বিষয়ে এখন আমি বিস্তারিত কিছু বলতে পারব না।

নোয়াখালীর সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন, পালিয়ে যাওয়ার কথা শুনে সুধারাম মডেল থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যসহ ওই যুবককে হাসপাতালের আশপাশ এলাকায় খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। এ ঘটনায় সুধারাম মডেল থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে।

মুক্তা মাহমুদ

এ সম্পর্কিত আরও পড়ুন ফাঁকি | দিয়ে | পালালো | এক | রোহিঙ্গা