দেশজুড়ে

দিপু হত্যা মামলায় আরও ৬ আসামি গ্রেপ্তার

ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দিপু চন্দ্র দাসকে (২৮) পিটিয়ে হত্যা ও লাশ পুড়িয়ে দেওয়ার মামলায় আরও ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় মোট ১৮ জন গ্রেপ্তার হলো

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়

এতে বলা হয়, গ্রেপ্তারকৃতরা ভুক্তভোগী দিপুকে চাকরি থেকে অব্যাহতি দিতে বাধ্য করে। এ ছয় আসামি ফ‍্যাক্টরির ভেতরে উপস্থিত কর্মচারীদের উসকানি, স্লোগান দিয়ে ফ‍্যাক্টরির বাইরে উত্তেজনা ছড়িয়ে দেয়ার কাজ করে

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন,  কেন ওই যুবককে পুলিশের হাতে না দিয়ে জনতার হাতে তুলে দেওয়া হলো, তা খতিয়ে দেখা হচ্ছে। অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- সুনামগঞ্জের তাকবির (২২), ঠাকুরগাঁওয়ের রুহুল আমিন (৪২), ময়মনসিংহ সদরের নূর আলম (৩৩), তারাকান্দা উপজেলার শামীম মিয়া (২৮), নোয়াখালীর সেলিম মিয়া (২২) ও মাদারীপুরের মাসুম খালাসী (২৩)।

 

আই/এ