চাঁদপুরের হরিনা এলাকায় মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে ঢাকাগামী জাকির সম্রাট–৩ লঞ্চের সঙ্গে অ্যাডভেঞ্চার–৯ লঞ্চের সংঘর্ষ হয়েছে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৫ ডিসেম্বর) সদরঘাট নৌ থাকার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল্লাহ আল মামুন বায়ান্ন টিভিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টা থেকে ২টার মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর নিহতদের মরদেহ নিয়ে লঞ্চটি ঢাকার সদরঘাটে এসেছে।
এ ঘটনায় নৌপথে যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার সঠিক কারণ নির্ণয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে পুলিশ।
এমএ//