দুর্ঘটনা

ঝগড়ার পর বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন চালক

কুমিল্লার দাউদকান্দিতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আগুন লাগার ঘটনায় শিশুসহ চারজন নিহত হয়েছেন। চালক এক যাত্রীর সঙ্গে ঝগড়া করার পর কুমিল্লা যাওয়ার পথে বেপরোয়া গতিতে বাসটি চালাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার এক যাত্রীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন।

ওই বাসের যাত্রী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিষয়ের মাস্টার্সের শিক্ষার্থী নেয়ামত উল্লাহ জানান,  দাউদকান্দির আমিরাবাদ বাসস্ট্যান্ডে বাসটি থামে। এ সময় একজন পুরুষ যাত্রী কুমিল্লায় যাওয়ার উদ্দেশে বাসে ওঠেন। কিন্তু তিনি যে গন্তব্যে নামবেন, বাসটি সেখানে থামাতে রাজি ছিলেন না চালক।

এ নিয়ে চালক, তাঁর সহকারীর সঙ্গে ওই ব্যক্তির বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় বাসের চালক অমনোযোগী হয়ে যান। মহাসড়কের চট্টগ্রামগামী লেনে বানিয়াপাড়া এলাকায় বাসের চালক একটি মোটরসাইকেল ও ব্যাটারিচালিত রিকশা অতিত্রুম করতে গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আগুন ধরে যায়।

ওসি ইকবাল বাহার জানিয়েছেন, নিহত চারজনের মধ্যে তিনজনের পরিচয় শনাক্ত করা গেছে। তারা হলেননারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মাঝেরচর এলাকার সুমন হোসেনের ছেলে মো. হোসাইন (২), কুমিল্লার দাউদকান্দি উপজেলার পূর্ব পেন্নাই এলাকার শামিউল আলমের ছেলে শামীম হোসেন এবং শামীমের ছেলে মো. নাদিফ (৬)। নিহত অপর নারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #কুমিল্লা