আর্কাইভ থেকে বিএনপি

ক্ষমতাকে দীর্ঘ মেয়াদে আঁকড়ে রাখতে বিএনপির ওপর নির্যাতন হচ্ছে

ক্ষমতাকে দীর্ঘ মেয়াদে আঁকড়ে রাখতে বিএনপির ওপর নির্যাতন হচ্ছে

করোনাভাইরাসের চলমান দুর্বিষহ অবস্থায় বর্তমান শাসকগোষ্ঠী মানুষের দুর্ভোগ লাঘবে সচেষ্ট না। বরং নিজেদের ক্ষমতাকে দীর্ঘ মেয়াদে আঁকড়ে রাখতে বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতনের স্টিমরোলার অব্যাহত রেখেছে। বললেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার (৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের পৃষ্ঠপোষকতায় আইনশৃঙ্খলা বাহিনী বিএনপি নেতাকর্মীদের ওপর জুলুম চালাতে মরিয়া হয়ে উঠেছে। সরকারের পৃষ্ঠপোষকতায় এ কাজ হচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিবাদী দুঃশাসন দীর্ঘস্থায়ী করতে সরকারের পৃষ্ঠপোষকতায় আইনশৃঙ্খলা বাহিনী বিরোধী দল দমনের লক্ষ্যে বিএনপি নেতাকর্মীদের ওপর জুলুম চালাতে মরিয়া হয়ে উঠেছে। এর ধারাবাহিক অংশ হিসেবে শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক হায়দারীর বিরুদ্ধে বানোয়াট মামলা দায়ের করা হয়েছে।

তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদের ওপর নিপীড়ন-নির্যাতন চালিয়ে তাদের মনোবল ভেঙে দিতে সরকার দিনের পর দিন হিংস্র থেকে আরও হিংস্রতররূপ ধারণ করছে। বিএনপি নেতাকর্মীদেরকে বিনা কারণে নানা কায়দায় শায়েস্তা করা যেন ফ্যাসিবাদী সরকারের দৈনন্দিন কর্মসূচিতে পরিণত হয়েছে।

অবিলম্বে শহিদুল হক হায়দারীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি করেন ফখরুল।

এ সম্পর্কিত আরও পড়ুন ক্ষমতাকে | দীর্ঘ | মেয়াদে | আঁকড়ে | রাখতে | বিএনপির | ওপর | নির্যাতন | হচ্ছে