নেত্রকোনার আটপাড়ায় পিকআপ চাপায় রাসেল মিয়া (১৩) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে।
আজ সোমবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোনা-মদন সড়কের আটপাড়া উপজেলার মাটিকাটা নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত রাসেল বাগরা মাটিকাটা গ্রামের আলহাচ মিয়ার ছেলে। সে ৭ম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে উপজেলার অভয়পাশা এলাকা থেকে দ্রুতগামী একটি পিকআপ একই উপজেলার নাজিরগঞ্জ এলাকায় যাচ্ছিল। নেত্রকোনা-মদন সড়কের মাটিকাটা এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা রাসেলকে একটি গাছের সাথে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় সে।
এ ঘটনায় চালক ও পিকআপটিকে আটক করেছে পুলিশ।
এমএম/