দুর্ঘটনা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১০ যানবাহনে সংঘর্ষ, নিহত ১

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর ও সিরাজদিখানে একাধিক স্থানে সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ফরহাদ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় অন্তত ১০জন আহত হওয়ার তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।

আজ রোববার (২২ ডিসেম্বর) ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। এতে দীর্ঘক্ষণ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

নিহত ফরহাদ একটি প্রাইভেটকারের চালক ছিলেন। তার মরদেহ উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে বলে জানিয়েছে হাসাড়া থানা পুলিশ।

স্থানীয় এবং ফায়ারসার্ভিস সূত্রে জানা গেছে, উপজেলার চালতিপাড়ায় একটি যাত্রাবাহী বাসের পেছনে আরেকটি বাস ধাক্কা দেয়। এর মাত্র ১০০ মিটার দূরে আরেকটি বাসের পিছনে ধাক্কা দেয় প্রাইভেটকার।

এছাড়া নিমতলার হাসাড়ায় এক গাড়ির পিছনে আরেকটি গাড়ির ধাক্কায় ষোলঘরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দ্বীপের সাথে ধাক্কা লাগে।সবগুলো দুর্ঘটনা সড়কের মাওয়ামুখী হাইওয়ে লেনে ঘটে। 

জেএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন এক্সপ্রেসওয়ে