আর্কাইভ থেকে দুর্ঘটনা

আশুলিয়ায় সিলিন্ডার গ্যাসের আগুনে শিশুর মৃত্যু

আশুলিয়ায় সিলিন্ডার গ্যাসের আগুনে শিশুর মৃত্যু

আশুলিয়ায় সিলিন্ডার গ্যাসের চুলার অগ্নিকান্ডের ঘটনায় দগ্ধ হয়ে আঁখি মনি নামে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় আগুনে পুড়ে যায় দু’টি বাড়ির প্রায় ১২ টি কক্ষ।

বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে আশুলিয়ার জামগড়ার রুপায়ন মাঠ সংলগ্ন এলাকার হানিফ ও হুমায়ুন কবিরের বাড়িতে এঘটনা ঘটে।

নিহত ওই আখি মনি লালমনিরহাটের বনগ্রাম এলাকার রফিকুল ইসলামের মেয়ে। সে তার পোশাক শ্রমিক বাবা মার সাথে ওই এলাকায় বসবাস করতো।

ডিইপিজেড ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, কর্মজীবি বাবা-মায়ের ৩ বছরের শিশু আঁখি মনি তাদের টিন শেড ঘরে অন্য দুই শিশুর সাথে খেলা করছিল। এসময় হঠাৎ তাদের পাশের ঘরে রান্নার সময় গ্যাসের চুলা থেকে আগুন লাগার ঘটনা ঘটে।  নিমিষেই কয়েকটি ঘরে আগুন লাগে। দুই শিশু ঘরে থেকে বের হতে পারলেও আঁখি ভয়ে ভয়ে খাটের নিচে লুকায়। সেখানেই  আগুনে দগ্ধ হয়ে মারা যায় সে।

দমকল বাহিনী প্রাথমিকভাবে ধারণা করছে রান্নার ঘরের গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত।

এমএম/

এ সম্পর্কিত আরও পড়ুন আশুলিয়ায় | সিলিন্ডার | গ্যাসের | আগুনে | শিশুর | মৃত্যু