আর্কাইভ থেকে জাতীয়

পাঁচ বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পাঁচ বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের বিদ্যুৎ খাতে নতুন করে জাতীয় গ্রিডে যুক্ত হলো, ৭শ’ ৭৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন পাঁচটি বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১২ সেপ্টেম্বর) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বিদ্যুৎকেন্দ্রগুলোর উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী বক্তব্যে, আগামির সম্ভব্য উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বিদ্যুত ব্যবহারে সাশ্রয়ী হবার আহ্বান জানান, সরকার প্রধান। সকল সমালোচনা ও বাধা অতিক্রম করে উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ এগিয়ে যাবেও বলে মন্তব্য করেন, প্রধানমন্ত্রী।

উদ্বোধন হওয়া পাঁচটি বিদ্যুৎকেন্দ্র হলো- হাবিবগঞ্জের বিবিয়ানা-৩ এ ৪০০ মেগাওয়াট কম্পাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র, চট্টগ্রামের জুলদায় ১০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-২, মেঘনাঘাট ১০৪ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, বাঘারহাটের মধুমতি ১০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র এবং সিলেটে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র থেকে ২২৫ বিদ্যুৎকেন্দ্রে উন্নীতকরণ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র।

২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে সরকার ১১৯টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছে। যেগুলোর মোট উৎপাদন ক্ষমতা ২০ হাজার ২৯৩ মেগাওয়াট।

এ সম্পর্কিত আরও পড়ুন পাঁচ | বিদ্যুৎকেন্দ্র | উদ্বোধন | প্রধানমন্ত্রী