আর্কাইভ থেকে বাংলাদেশ

১২ কেজি এলপি গ্যাস ১৩শ’৮১ টাকায় বিক্রির প্রস্তাব

১২ কেজি এলপি গ্যাস ১৩শ’৮১ টাকায় বিক্রির প্রস্তাব

চুক্তি মূল্য অনুযায়ী দেশের ভোক্তা পর্যায়ে গ্যাসের দাম এক হাজার ৩৩ টাকা নির্ধারণ করেছিলো বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কারিগরি কমিটি। তবে খুচরা বাজারে সে গ্যাস বিক্রি হচ্ছে ১১’শ থেকে ১১’শ ৫০ টাকায়।

এ অবস্থায় জাহাজ ভাড়া সহ এলপি গ্যাস প্রক্রিয়াজাতকরণের খরচ বেড়ে যাওয়ায় আবারো দাম বাড়িয়ে ১২ কেজি এলপি গ্যাসের সিলিন্ডার ১৩শ’৮১ টাকায় বিক্রি করতে চায় বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো।

সোমবার (১৩ আগস্ট) বাংলাদেশ এনার্জী রেগুলেটরী কমিশনের গণ শুনানীতে এ দাবী জানান,আমদানীকারকরা।

তাদের এই দাবি অযৌক্তিক বলে আখ্যা দিয়েছেন কনজ্যুমার্স এসোশিয়েশন অব বাংলাদেশ-ক্যাব প্রতিনিধিরা। ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম এক হাজার টাকার নিচে রাখার দাবী জানিয়েছে ক্যাব। 

এ সম্পর্কিত আরও পড়ুন ১২ | কেজি | এলপি | গ্যাস | ১৩শ৮১ | টাকায় | বিক্রির | প্রস্তাব