আর্কাইভ থেকে দক্ষিণ আমেরিকা

যুক্তরাষ্ট্রে সামরিক বিমান বিধ্বস্ত; দুই পাইলটের মৃত্যু

যুক্তরাষ্ট্রে সামরিক বিমান বিধ্বস্ত; দুই পাইলটের মৃত্যু

যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে একটি সামরিক প্রশিক্ষণ উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে মারা গেছে শিক্ষানবিশ ও প্রশিক্ষক পাইলট। তারা দুইজনই ওই উড়োজাহাজে ছিল বলে জানা গেছে।

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় উড়োজাহাজটি আলাবামা বিমানবন্দরের কাছাকাছি বিধ্বস্ত হয়। দেশটির বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, টি-৩৮ মডেলের প্রশিক্ষণ উড়োজাহাজটিতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। কিছুক্ষণ উড়ার পরই এটি নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

প্রশিক্ষণ নেওয়া পাইলট ২৪ বছর বয়সী জাপানের নাগরিক। বিমান থাকা তার প্রশিক্ষক ছিলেন মার্কিন বিমানবাহিনীর লেফটেন্যান্ট।

দুর্ঘটনায় দুই পাইলটের মৃত্যুতে অপূরণীয় ক্ষতি উল্লেখ করে গভীর শোক প্রকাশ করেছে বিমানবাহিনী। এখনো দুর্ঘটনার কারণ বের করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন যুক্তরাষ্ট্রে | সামরিক | বিমান | বিধ্বস্ত | দুই | পাইলটের | মৃত্যু