ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহতের ঘটনায় দায়ী বাসচালক মোহাম্মদ নুরুদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (২৭ ডিসেম্বর) মধ্যরাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ, শনিবার র্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
র্যাবের তথ্যমতে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক নুরুদ্দিন বাসের ‘নিয়ন্ত্রণ হারানো’র কথা জানিয়েছেন।
র্যাব আরও জানায়, 'সে (নুরুদ্দিন) বলেছে গাড়িটি তখন থামাতে চেয়েছিল, কিন্তু ব্রেক কাজ করছিল না। দুর্ঘটনার পর ধাক্কা খেয়ে গাড়ির ইঞ্জিনটি বন্ধ হয়ে থেমে গিয়েছিল।'
এর আগে গতকাল (শুক্রবার) ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দক্ষিণ কেরানীগঞ্জ ধলেশ্বরী টোল প্লাজায় টোল দেওয়ার সময় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে অপেক্ষমাণ যানবাহনকে চাপা দিলে কমপক্ষে ১৫ জন আহত হন। আহতদের ঢাকা মিটফোর্ড হাসপাতালে নেওয়ার পথে এবং হাসপাতালে নেওয়ার পরে একই পরিবারের চার জনসহ ৬ জনের মৃত্যু হয়।
এম এইচ//